Skip to main content
Mushfiq Borat Biography
  • Home
  • Writer News
  • Gallery
    • Gallery
  • About Us
  • Contact

খড় জনতা(Straw People) ও পাতিগোষ্ঠী(Short Tribe) - Mushfiq Borat

September 25, 2024 at 6:34 pm, No comments
খড় জনতাকে(Straw People) নিয়ে ইদানীং কমিউনিস্ট পার্টি খুব বিপদে।জনসাধারণের পুরো গোষ্ঠীটাই তা নয়।শহরে নয়, গ্রাম-গঞ্জে‌ যাদের উৎপাত লক্ষ্য করা যায়।এ বৈশিষ্ট্যটি অশিক্ষিত মূর্খ জনতার, সাধারণ জনতার নয়।যারা মোটেও দৈনিক পত্রিকা পড়তে জানে না, বই পড়তে পারে না।অর্থাৎ রাষ্ট্রভাষা বা মাতৃভাষায় অনীহা।মাতৃভাষা বাদ দিয়ে যারা ইংরেজি বা অন্য ভাষার চর্চা করেন তারাও এক প্রকারের খড় জনতা।এসব জনতার জন্য একমাত্র কমিউনিস্ট পার্টিই বন্ধু হতে পারে।

শ্রমিক-কৃষক বাদ দিয়ে সাধারণ জনগণের একটি ছোট অংশ খড় জনতা।এদেরকে কীভাবে বন্ধু বানানো যায় তা নিয়ে কমিউনিস্ট পার্টি চিন্তিত।এমন‌ জনতার সমাজে কী প্রয়োজন থাকতে পারে!অধিকার আদায়ের শ্লোগান নেই তারপরও আপন স্বার্থ নিয়ে ভাবনা নেই।অর্থাৎ শ্রেণীস্বার্থের কথা বলা হচ্ছে।এরা লুম্পেন প্রলেতারিয়েত নয়।এরা শুধু টাকার পেছনে ছোটে।অর্থগত জটিলতাই এদের কাছে সবকিছু ও নারীদেহের মূল্যায়ন হলো সমাধান।তবু‌ শ্রমিক-কৃষকের বন্ধু হতে পারে এই খড় জনতা।

খড় জনতা সম্বন্ধে আমরা সকলেই জানি।শহরে-গ্রামে ছোট ছোট চায়ের দোকানে এদের অবস্থান।কখনো কখনো‌ এই ক্ষুদ্র গোষ্ঠীটিই সমাজের পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।আবার সকলে তাও মেনে নিতে বাধ্য হয়।শেষমুহুর্তে অর্থের যুক্তির কাছে হারিয়ে দিয়ে আসে গুটিকতককে।লুম্পেনের কাছেও যদি পরাজয় ঘটে তবে খড় জনতাও ফ্যাক্টর।তবে তারা লুম্পেনের চেয়ে অধিক।সমাজে কুসংস্কার ছড়ায় ও মাজার-মসজিদে আশ্রয় গ্রহণ করে।এভাবে খড় জনতার অর্থযুক্তির কাছে দলে দলে পরাজয় বাঞ্ছনীয় নয়।

পৃথিবীতে একটা শ্রেণী আছে যাদের কোনো শ্রেণী চরিত্র নেই।এদের কাছে নিজের স্বার্থটুকুই সব।শ্রমিকের স্বার্থ বোঝার অবকাশ নেই।যাদের আমি 'পাতিগোষ্ঠী' বলছি।পুঁজিবাদী বিষম কোণঠাসা জগতে যেন এরাই পাতি নেতা।খাঁটি নেতৃত্বের চেয়েও বড় নেতৃত্ব।পাতি নেতৃত্ব, পাতি আচরণ।খারাপ ভাষায় কথা বলে, জনগণের ভাষায় নয়।নূন্যতম অর্থ চেতনা নেই।এখনকার সময়ে যেখানে ভালো ব্যবহারটুকুই ভরসা সেখানে তাদের জঘন্য আচরণ।ব্যতিক্রম শুধু দু'একজন।নাপিত, মুচি, চা-পান-সিগারেটের দোকানী ইত্যাদি।এরা মুহুর্তের মধ্যে কাউকে হিরো বানায়, কাউকে ডুবিয়ে দেয়।ভাবখানা এমন যেন জগতটা এদের নির্দেশেই চলে।লেখক-সাহিত্যিক বা বুদ্ধিজীবীর মূল্য তাদের কাছে নেই।এমনকি খড় জনতাও বুদ্ধিজীবীর গুরুত্ব বোঝে।

পাতিগোষ্ঠীর কোনো সংঘ থাকে না।সংঘ ধরে রাখতে পারে না বা কেউই মেনে নেয় না।পাতিগোষ্ঠী মনে করে, শ্রমিক ও কৃষক ছাড়া কমিউনিস্ট পার্টির কোনো সাপোর্ট নেই।এমনকি নূন্যতম অর্থসঙ্গতিটুকু নেই।আসলে কী তাই?

ভাববাদীদের সাথে খড় জনতা ও পাতিগোষ্ঠীর পার্থক্য বিস্তর।খড় জনতা মসজিদ-মন্দিরে আশ্রয় নেয় বাঁচার জন্যে।ভাববাদীরা আশ্রয় গ্রহণ করে নিছক উপাসনার জন্যে।শত অশিক্ষিতের ভীড়ে তারা একপ্রকার শিক্ষিত বটে।খড়েরা সমাজ থেকে প্রত্যেকেই মটরসাইকেল উপহার পায়।সানন্দে গ্রহণ করে।এরা এক ধরণের আধুনিক মাওলানা।স্মার্ট মাওলানা বললেও ভুল হবে না।


No comments

Leave a reply







Recent Posts

  • প্রগতি আদিবাসী পরিষদ
    28 Oct, 2025
  • President of the World ও বাংলাদেশ - মুশফিক বরাত
    26 Oct, 2025
  • অতি শীঘ্রই বাংলাদেশের উন্নয়ন - মুশফিক বরাত
    12 Oct, 2025
  • দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও চব্বিশের অনুপ্রেরণা - কমরেড মুশফিক
    16 Sep, 2025
  • জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করুন - কমরেড মুশফিক বরাত
    15 Sep, 2025
  • About Communist World: Part-8
    8 Sep, 2025
  • About Communist World: Part-7
    8 Sep, 2025

This is the huge collection of writer Mushfiq Borat

Created with Mozello - the world's easiest to use website builder.

Create your website or online store with Mozello

Quickly, easily, without programming.

Report abuse Learn more