Skip to main content
Mushfiq Borat Biography
  • Home
  • Writer News
  • Gallery
    • Gallery
  • About Us
  • Contact

নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ - কমরেড মুশফিক বরাত

August 20, 2025 at 3:26 pm, No comments
বিশ্বের পরিসীমায় রাষ্ট্রকে আর রাষ্ট্রের গণ্ডিতে অঞ্চলের ধারণায় আসা যাক।বিশ্বের ক্ষেত্রে রাষ্ট্রকে ভেঙে-চুড়ে বিশ্বসেবায় নিয়োজিত হতে হয়। অন্যদিকে অঞ্চলকে সর্বাধিক বিবেচনায় রেখে রাষ্ট্রকে ভেঙে-চুড়ে দিতে হয়।সেটাই সঠিক রাজনীতি ও বুদ্ধিমত্তা।এক্ষেত্রে নির্বাচনিক ব্যবস্থায় একমাত্র এমপি পদপ্রার্থীদের আমলে নিতে হয়।এখন সোজাসাপ্টা ভাষায় সরাসরি বিশ্বের প্রসঙ্গে আসা যাক।অঞ্চলকে সুগঠিত করতে নানা দিক সামনে আসবে।যেমন- রাজধানীতে একটা অফিস, তারপর প্রত্যেক জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়া, শ্রমিক এলাকা সংগঠিত করা, কৃষকদের নূন্যতম আমলে নেওয়া, নির্বাচন এবং অঙ্গসংগঠনের দিকে নজর দেওয়া ইত্যাদি।অত্যন্ত বিচক্ষণতার সাথে তারপরও আমরা স্থানীয় সরকার নির্বাচনকে অতোটা আমলে নেবনা।কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে নজর না দিলেও চলে। তাছাড়া অঞ্চল বিবেচনা করতে গিয়ে একেবারে পাড়া-মহল্লায় পৌঁছে গেলে তো আর চলে না। সুগঠিত বিপ্লবী পার্টি হতে চাইলে রাজধানীতে পৌঁছান ও অতি শীঘ্রই নিজ এলাকায় ছড়িয়ে পড়ুন।

এবার জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা করা যাক।শোনা যাচ্ছে, ১২টি সংসদীয় আসনে কোনো এমপি পদপ্রার্থী নেই।আবার ৯০টি আসনে ভোট নাও হতে পারে।তেমনি সবগুলো রাজনৈতিক দল মিলে ১৫০টি আসনের মীমাংসায় পৌঁছুনো যায়।এবার পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় আসা যাক।আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।মার্কসীয় বা বরাতীয় ধারণা থেকে নির্বাচন রাষ্ট্রক্ষমতা লাভের কোনো পদ্ধতি হতে পারে না।তাছাড়া এরকম পরিস্থিতিতে পিআর পদ্ধতির সাথে গতানুগতিক নির্বাচনের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে।যেটা কখনোই মিটবে না।এখন দেখা যাক, পরিস্থিতি কোন দিকে গড়ায়?

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (ইংরেজি: Proportional representation; পিআর) বলতে এমন যেকোনো ধরনের নির্বাচনী ব্যবস্থাকে বোঝায় যেখানে নির্বাচকমণ্ডলির উপগোষ্ঠীরা (তথা রাজনৈতিক দল) উপযুক্ত নির্বাচিত সংগঠনে আনুপাতিক হারে প্রতিফলিত হয়।এই ধরনের ব্যবস্থার সারকথা হলো যে এই পদ্ধতিতে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে,অর্থাৎ প্রদত্ত সকল ভোট বা প্রদত্ত প্রায় সকল ভোট একটি সুষ্ঠু নির্বাচনী ফলাফল গঠনে অবদান রাখে এবং কার্যকরভাবে কাউকে নির্বাচিত করতে ব্যবহৃত হয়। সাধারণত অন্যান্য নির্বাচনী ব্যবস্থার অধীনে প্রার্থীদের নির্বাচিত করতে একটি আপেক্ষিক বা স্বল্প সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। অপরপক্ষে, সংখ্যানুপাতিক ব্যবস্থায় বিভিন্ন দলকে সুষম হারে প্রতিনিধিত্ব প্রদান করা হয়, যার মাধ্যমে প্রদত্ত ভোট কীভাবে প্রদান করা হয়েছে তা প্রতিফলিত হয়।

"True Communist or Without Communist but between Communist"-এই 3C পৃথিবী চালায়, জগত নিয়ন্ত্রণ করে।একে ছিঃ ছিঃ বলে উড়িয়ে দেওয়াটা মোটেও ঠিক কাজ হবে না।কমিউনিস্টদের সৎ, দুর্নীতিমুক্ত, লোভহীন, নির্দোষ ও আরো নানা প্রশংসাসূচক বক্তব্যে রোমাঞ্চিত করার লোকের অভাব নেই। তারপরও সরাসরি সমালোচনা করা ছাড়া কোনো বক্তব্যই তো দাঁড় করানো যায় না।আবার বুর্জোয়া ও পেটি বুর্জোয়াদেরও বামপন্থার চমক নিয়ে চা-খানায় ও মাঠে-ময়দানে প্রতিদিন বেরিয়ে পড়তে হচ্ছে।এতে আশ্চর্যান্বিত বা হতবাক হবার মতো কিছু নেই।এটাই সমাজ, এটাই বাস্তবতা অনেকটা নির্মম।আশা করা যায়, তারপরও কমিউনিস্টরা অনেক সংগঠিত, সংঘবদ্ধ, আশাবাদী লোকের কাছে অনেক প্রিয় ও সুখী ছিল।পৃথিবী যতদিন থাকবে সমাজতন্ত্রীদের জয়জয়কার ততদিন থাকবে।সেটি বুঝতে আর কারুরই বাকি নেই।

বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু আছে।

- কমরেড মুশফিক বরাত, এনপিসি।
1000124089.jpg



No comments

Leave a reply







Recent Posts

  • দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও চব্বিশের অনুপ্রেরণা - কমরেড মুশফিক
    16 Sep, 2025
  • জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করুন - কমরেড মুশফিক বরাত
    15 Sep, 2025
  • About Communist World: Part-8
    8 Sep, 2025
  • About Communist World: Part-7
    8 Sep, 2025
  • About Communist World: Part-6
    8 Sep, 2025
  • About Communist World: Part-5
    8 Sep, 2025
  • About Communist World: Part-4
    8 Sep, 2025

This is the huge collection of writer Mushfiq Borat

Created with Mozello - the world's easiest to use website builder.

Create your website or online store with Mozello

Quickly, easily, without programming.

Report abuse Learn more