প্রসঙ্গঃ জাতীয় সংগীত - কমরেড মুশফিক বরাত
September 8, 2024 at 2:48 pm,
No comments
১৯০৬ সালে রবীন্দ্রনাথ কর্তৃক রচিত ' আমার সোনার বাংলা ' সংগীতটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় যা স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল।এ গান প্রচারিত হতো বঙ্গভঙ্গবিরোধী রাজনীতিক, স্বদেশ কর্মী ও বিপ্লবীদের দ্বারা।এভাবে তারা বাঙালী জনগণকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন।
এটা অনেকটা বাংলাদেশি বাউল গানের মতো। বঙ্গমাতার উপর ভিত্তি করে রচিত এই বাউল গানটি নিয়ে বিরোধীতা থাকা উচিত নয় কারণ বাউল গান বাংলার লোকজ সংস্কৃতির মূল ভিত্তি।বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনে নিহতদের স্মরণে ঢাকা কলেজ ছাত্র সংসদ ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিতে ' আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ' গানটি পরিবেশন করে।পরবর্তীতে গানটি অসাম্প্রদায়িক ও সেক্যুলার চেতনার ধারক হয়ে উঠে।বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পরবর্তী সময় থেকেই বিদেশী শত্রুদের হাত থেকে বাঁচাতে ভূমিকা রেখেছে।