প্রজন্ম ২৪ - কমরেড মুশফিক বরাত
স্বাধীনতা থেকে প্রজন্ম চব্বিশ- ভাবতে ভালোই লাগে।একাত্তর সালে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম।স্বাধীন পূর্ব পাকিস্তান ঘোষিত হয়েছিল।বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর- এই ছিল শ্লোগান।ঊনসত্তুরের গণঅভ্যুত্থান একটি বাংলাদেশের জন্ম দিয়েছিল আর চব্বিশ কী একটি সমাজতান্ত্রিক বিপ্লবের জন্ম দিতে পারে না?এমনকি জাতীয় প্রগতি কাউন্সিল মুখ্য ভূমিকায় যেতে পারে।আমরা প্রজন্ম ২৪-র নেতৃত্ব দিয়েছি, বিপুল পরিমাণ ছাত্রজনতাকে একত্রিত করতে পেরেছি।শ্রমিক শ্রেণীর রাষ্ট্রে এনপিসি হতে পারে একমাত্র বিকল্প।আশা করা যায়, সেই স্বপ্ন নিয়ে বর্তমান প্রজন্ম এগিয়ে যাবে।
চব্বিশ আমাদের অনুপ্রেরণার উৎস।যার সাফল্য ঈর্ষণীয় ও হৃদয়ে শিহরণ জাগায়।আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে।অন্যান্য জাতি ও দেশ থেকে যা আমাদের স্বতন্ত্র মর্যাদা দিয়েছে।মগের মুল্লুকের দেশটা হয়ে উঠছে মর্যাদাশীল।বাংলাদেশ যেখানে বিশ্বের কাছে নগণ্য ছিল সেখানে বর্তমান বাংলাদেশ দারুণ এক উপলব্ধির।এই বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ মর্যাদা অর্জন করুক; এই আমাদের একান্ত কাম্য।