দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও চব্বিশের অনুপ্রেরণা - কমরেড মুশফিক

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করুন - কমরেড মুশফিক বরাত
About Communist World: Part-8
About Communist World: Part-7
About Communist World: Part-6
About Communist World: Part-5
About Communist World: Part-4
About Communist World: Part-3
About Communist World: Part-2
About Communist World: Part-1
নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ - কমরেড মুশফিক বরাত
এবার জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে আলোচনা করা যাক।শোনা যাচ্ছে, ১২টি সংসদীয় আসনে কোনো এমপি পদপ্রার্থী নেই।আবার ৯০টি আসনে ভোট নাও হতে পারে।তেমনি সবগুলো রাজনৈতিক দল মিলে ১৫০টি আসনের মীমাংসায় পৌঁছুনো যায়।এবার পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় আসা যাক।আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।মার্কসীয় বা বরাতীয় ধারণা থেকে নির্বাচন রাষ্ট্রক্ষমতা লাভের কোনো পদ্ধতি হতে পারে না।তাছাড়া এরকম পরিস্থিতিতে পিআর পদ্ধতির সাথে গতানুগতিক নির্বাচনের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে।যেটা কখনোই মিটবে না।এখন দেখা যাক, পরিস্থিতি কোন দিকে গড়ায়?
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব (ইংরেজি: Proportional representation; পিআর) বলতে এমন যেকোনো ধরনের নির্বাচনী ব্যবস্থাকে বোঝায় যেখানে নির্বাচকমণ্ডলির উপগোষ্ঠীরা (তথা রাজনৈতিক দল) উপযুক্ত নির্বাচিত সংগঠনে আনুপাতিক হারে প্রতিফলিত হয়।এই ধরনের ব্যবস্থার সারকথা হলো যে এই পদ্ধতিতে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে,অর্থাৎ প্রদত্ত সকল ভোট বা প্রদত্ত প্রায় সকল ভোট একটি সুষ্ঠু নির্বাচনী ফলাফল গঠনে অবদান রাখে এবং কার্যকরভাবে কাউকে নির্বাচিত করতে ব্যবহৃত হয়। সাধারণত অন্যান্য নির্বাচনী ব্যবস্থার অধীনে প্রার্থীদের নির্বাচিত করতে একটি আপেক্ষিক বা স্বল্প সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। অপরপক্ষে, সংখ্যানুপাতিক ব্যবস্থায় বিভিন্ন দলকে সুষম হারে প্রতিনিধিত্ব প্রদান করা হয়, যার মাধ্যমে প্রদত্ত ভোট কীভাবে প্রদান করা হয়েছে তা প্রতিফলিত হয়।
"True Communist or Without Communist but between Communist"-এই 3C পৃথিবী চালায়, জগত নিয়ন্ত্রণ করে।একে ছিঃ ছিঃ বলে উড়িয়ে দেওয়াটা মোটেও ঠিক কাজ হবে না।কমিউনিস্টদের সৎ, দুর্নীতিমুক্ত, লোভহীন, নির্দোষ ও আরো নানা প্রশংসাসূচক বক্তব্যে রোমাঞ্চিত করার লোকের অভাব নেই। তারপরও সরাসরি সমালোচনা করা ছাড়া কোনো বক্তব্যই তো দাঁড় করানো যায় না।আবার বুর্জোয়া ও পেটি বুর্জোয়াদেরও বামপন্থার চমক নিয়ে চা-খানায় ও মাঠে-ময়দানে প্রতিদিন বেরিয়ে পড়তে হচ্ছে।এতে আশ্চর্যান্বিত বা হতবাক হবার মতো কিছু নেই।এটাই সমাজ, এটাই বাস্তবতা অনেকটা নির্মম।আশা করা যায়, তারপরও কমিউনিস্টরা অনেক সংগঠিত, সংঘবদ্ধ, আশাবাদী লোকের কাছে অনেক প্রিয় ও সুখী ছিল।পৃথিবী যতদিন থাকবে সমাজতন্ত্রীদের জয়জয়কার ততদিন থাকবে।সেটি বুঝতে আর কারুরই বাকি নেই।
বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই পদ্ধতি চালু আছে।

Being Nuclear Power Country of Bangladesh
The National Progressive Council is extending an open call to communists, socialists, and progressives from all over the world for jobs in 16 PW Office branches in 16 countries.

History of National Progressive Council

Achieve economic growth

Iran Israel War
PW has ordered an immediate end to this war. The Iran-Israel war cannot last long. Iran's strategy here may be to go for a temporary ceasefire. War can never bring peace. WPF is completely against war. BRS sees the danger of more damage. According to the NDA, this war will be protracted. It may take even six months to reach a ceasefire. The International Astronomy Association cannot confirm the use of space technology by Israel in this war. BRS will not accept that. The consequences could be dire. The IAA will not provide any assistance to Iran in this regard. If you cannot compete, fight on land. You will not be allowed to use the air.
Above all, this coexistence will remain in force until the end for Iran.
As calls for peace and a diplomatic solution gain momentum around the world, tensions in the Middle East have reached a fever pitch. Tensions between Israel and Iran escalated overnight Monday into direct missile strikes and counterattacks. On the one hand, Tel Aviv shook with explosions, while on the other hand, fire broke out in the state building in Tehran. We cannot agree with Tel Aviv. Many communist parties have supported Tehran and Iran. Israel's 77-year-old belligerent role is unacceptable. In this situation, the complete destruction of Tel Aviv is the right objective. On the other hand, it is essential for the world to ensure Tehran's security.
It is hoped that we communists will remain united and vigilant in support of Tehran and Iran.

Workers of the world, unite!
President of the World: Comrade Mushfiq Borat

PW World Wide Police

For every country of the World

On Business Partner & Proposal
